নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনায়নের পরানপুরে সূর্যমুখী সংকর খালের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
জলবদ্ধতা নিরসন ও কৃষি কাজের উন্নয়নের লক্ষ্যে প্রায় বিশ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার দৈর্ঘ্য সূর্যমুখী খালের সংস্কার কাজের উদ্বোধন করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, বিএডিসি'র প্রকল্প পরিচালক মোঃ নুরুনবী, নোয়াখালী জেলা বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী আলী আশরাফ, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদউল্যাহসহ স্থানীয় এলাকাবাসী ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ