মাগুরার শ্রীপুরে জালাল মোল্যা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে বাদীর নিরাপত্তাও চাওয়া হয়েছে। সোমবার সকালে মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জালাল মোল্যার মেয়ে আকলিমা আক্তার মলিনা। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ওই এলাকার তাহাজ্জত মোল্যা, পিকুল মোল্যা ও বাদশা মোল্যার কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা গত ১ জানুয়ারি রাতে জালাল মোল্যাকে ডেকে নিয়ে হত্যা করে।
পরদিন তার লাশ স্থানীয় একটি মাঠের মধ্যে পাওয়া যায়। এ ব্যাপারে ওই তিনজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেন নি। পরে মাগুরা শ্রীপুর নালিশি আমলি আদালতে হত্যা মামলা দাখিল করা হয়। আদালত মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করে জানাতে শ্রীপুর থানাকে নির্দেশ দিয়েছে। এদিকে এই মামলা তুলে নিতে নিহতের পরিবারের লোকদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে আসামিরা। এ কারণে প্রশাসনের কাছে মামলার সঠিক তদন্ত ও নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী কমলা বেগম, জামাই রিপন মিয়া।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের লোকদের হুমকির বিষয়টি তাদের জানা নেই। তবে পোস্টমর্টেম রিপোর্টের উপর নির্ভর করছে মামলার ভবিষ্যত। রিপোর্ট পাওয়ার পর তা আদালতে প্রতিবেদন আকারে দাখিল করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন