কক্সবাজারের টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠান দ্বিতীয় দফায় আজ ২১ জন ইয়াবা কারবারি আত্নসমর্পণ করতে যাচ্ছে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণ করতে যাচ্ছে তারা।
আত্মসমর্পণ অনুষ্ঠান ঘিরে মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন। সোমবার বিকালে জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। সভায় সভাপতিত্ব করবেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এবিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘আজ ২১ জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করতে যাচ্ছে। ইতোমধ্যে আত্মসমর্পণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন চিহ্নিত ইয়াবা কারবারি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ