ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা সৈয়দ মিয়ার ছেলে লিটন মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
জানা যায়, লিটন কিছু দিন যাবত কলেজে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন তিনি কলেজ ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিনের সামনে ওই ছাত্রীকে জাপটে ধরেন। এসময় কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন