ভারতে পাচার হওয়া পাঁচ কিশোরকে প্রায় দুই বছর পর যশোর বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার রাতে তাদেরকে হস্তান্তর করা হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার শহিদ জানান, ২০১৮ সালে এসব কিশোররা বিভিন্নভাবে পাচার হয়ে ভারতে যায়। এক সময় তারা শিহালদহ রেলস্টশন এলাকা থেকে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদেরকে কলকাতার বারাসাত কিশোরালয় হোমে রাখার ব্যবস্থা করে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়।
ফেরত আসা কিশোররা হলো, সামির খান (১৫), পিতা মো. কাদের খান, কালিয়া, নড়াইল। শান্তনু গাইন (১৫), পিতা দেবাশীষ গাইন, তেরখাদা, খুলনা। শফিকুল ইসলাম (১৬), পিতা মো. হেমায়েত উল্লাহ। সাব্বির হোসেন (১৩), পিতা রহমান খান এবং জাহিদ হাসান (১৭), পিতা জামাল তালুকদার, বান্দাচরন খোলা, বাগেরহাট।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা পাঁচ কিশোরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তারা নিজ নিজ পরিবারের কাছে চলে যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন