বরিশাল-ভোলা সড়কে বাইসাইকেলের সঙ্গে আঘাত লেগে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। পরে শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী মো. সাব্বিরের (৩২) মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী সম্রাটও গুরুতর আহত হন।
নিহত মো. সাব্বির সদর উপজেলার দিনার এলাকার মোস্তফা জামালের ছেলে এবং পেশায় একজন মাহেন্দ্র চালক ছিলেন।
বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি ভোলা সড়ক হয়ে বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে শরিফ বাড়ি এলাকা অতিক্রমের সময় একটি শাখা সড়ক থেকে বাইসাইকেল উঠে পড়ে। এ সময় মোটরসাইকেলটি বাই সাইকেলকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়েন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১২টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাইসাইকেলের আরোহী সম্রাটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন