বরগুনা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নোভেল করোনা সংক্রমণ বিষয় সচেতনতামূলক মতবিনিময়সভা বৃহস্পতিবার তালতলি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ হুমাউন শাহিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির।
আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, আমতলী উপজেলা মেডিকেল কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী, বেতাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তেংমং, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা, ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান, তৌফিকুজ্জামান (তনু), ইউপি চেয়ারম্যান আবুল বাশার তালুকদার। পরে চীনা নাগরিকদের পরিচালিত তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের করোনাভাইরাস সংক্রামক বিষয় খোঁজ নিতে সিভিল সার্জন ও উপজেলা চেয়ারম্যান তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার