ঝিনাইদহের পৌর এলাকার মুরারীদাহ গ্রামে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে গ্রাম্য সংঘর্ষে সবুজ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় চাচাতো ভাই রানা আহমেদ ও তার স্ত্রী শারমিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সবুজ গ্রামের ফজলু শাহের ছেলে ও পেশায় একজন কৃষক। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আড়াইটার দিকে মুরারীদাহ গ্রামের মাঠে কৃষক সবুজ হোসেনের নালিমের ক্ষেত খায় একই গ্রামের আজিজুলের ছাগল। ছাগলটি ধরে সবুজ তার বাড়িতে বেঁধে রাখে। টের পেয়ে ছাগল উদ্ধার করতে আসে আজিজুর। এসময় ছাগল নিতে গিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়িতে ছুটে গিয়ে আজিজুর ও তার ভাই বদরুজ্জামান, তছিদ, রাশেদ ও বশির সংঘবদ্ধ হয়ে রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সবুজকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। সবুজকে বাঁচাতে চাচাতো ভাই রানা আহমেদ ও তার স্ত্রী এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মারা যায়। রানার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি সৈয়দ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক