বগুড়ার সোনাতলা উপজেলায় এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষিত ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা ও জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর দক্ষিণপাড়ার বাসিন্দা চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় একই গ্রামের শফিকুল ইসলাম মন্ডল স্কুলছাত্রীকে টাকার লোভ দেখিয়ে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী কান্নারত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে রাতেই ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোনাতলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
বগুড়ার সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন