চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকারবাটি মাদ্রাসা সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে জেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহহীল কাফিসহ ১০ শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গানপাউডার, ৮টি ককটেল, ৬টি হাসুয়া ও বেশকিছু জেহাদি বই উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নামোশংকারবাটী এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সেখানে নাশকতার জন্য বৈঠক করছিল বলে জানান তিনি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার