রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে ধারণ করে নকল সরবরাহ করার অভিযোগে ৩ যুবককে ৭ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- বড়দরগাহ ইউনিয়নের সোলাগাড়ী গ্রামের ফজলুল হকের পুত্র শাহরিয়ার সজিব (১৫), শাহজাহান আলীর পুত্র ইনসাদ আলী (১৭), মিঠাপুকুর উপজেলার রঘুনাথপুর গ্রামের খোরশেদ আলীর পুত্র মেহেরুল আলম (১৬)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ভেন্ডাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে তাদেরকে গ্রেফতার করে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। ওইদিন বিকালে তাদের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএমএ মমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রবিউল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার