কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. শাকিব হাসান (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। শাকিব দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের তাজুল ইসলামের ছেলে। সোমবার সন্ধ্যায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কিশোরের মৃত্যু হয়।
এদিন বিকেলে দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শাকিব নানার বাড়ি রাধানগর গ্রামে থেকে খেলনা সামগ্রী বিক্রি করতো। সোমবার বিকেলে রাধানগর উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাধানগর ও পাশের ধামতী গ্রামের খেলোয়াড়দের মধ্যে তর্ক হয়। এর জেরে বিকেল ৫টার দিকে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। হামলার সময় শাকিবের বুকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ ধামতী গ্রামের লোকেরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কর্তব্যরত ডাক্তার শাকিবকে মৃত ঘোষণা করেন। চান্দিনা থানার উপ-পরিদর্শক ডালিম মজুমদার ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে হামলার স্থান দেবিদ্বার থানা এলাকায় হওয়ায় সেখানেই এই ঘটনার মামলা হবে।
বিডি-প্রতিদিন/শফিক