বাগেরহাটে ইসহাক হাওলাদার (৪৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ইসহাক আলী মগরা বাদামতলা এলাকার মৃত আফজাল হাওলাদারের ছেলে।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, ইসহাক আলী হাওলদার রাতে ভ্যান চালিয়ে বাড়ি যাবার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ভ্যানটি নিয়ে গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ভ্যানটি ছিনিয়ে নেয়ার সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যার সাথে জড়িতদের আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। তবে এখনও মামলা দায়ের হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক