ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের উদ্দেশ্যে বলেছেন, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতার সূর্য আমরাই এনেছি। আমাদেরকে তাড়িয়ে দেয়ার ক্ষমতা আপনার ঐক্যফ্রন্ট, গণফোরাম, বিএনপি ও জামায়াতের নেই। আপনাদের পায়ের নিচে মাটিও নেই। অতএব অহংকারী বক্তব্য থেকে বিরত থাকুন বলেও তিনি আহ্বান জানান।
সোমবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নতুন বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও নির্মাণ কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উম্মেশ চন্দ্র লোধের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় এমপি ড. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী ও নয়ন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক