স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে উৎসাহিত করতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারদের (পল্লী চিকিৎসক) আঞ্চলিক সভা।
মঙ্গলবার স্থানীয় খুলনা ক্লাবে দিনব্যাপী এই আঞ্চলিক সভায় খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৩শ’ জন ব্লু-স্টার অংশ নেয়। এসব ব্লু-স্টাররা স্যোশাল মার্কেটিং কোম্পানীর (এসএমসি) আওতাধীন পল্লী চিকিৎসকদের একটি নেটওয়ার্ক।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও এসএমসির যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে এসব চিকিৎসকরা মাঠ পর্যায়ে জন্মবিরতিকরণ ইনজেকশন সোমা-জেক্ট প্রদান, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, গ্রোথ মনিটরিং-প্রমোশন ও যক্ষা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সেবা প্রদানে কাজ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি’র চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান, সিনিয়র টেকনিক্যাল এ্যাডভাইজার আলিয়া এল মোহান্দেস, পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক শরিফুল ইসলাম, তছলিম উদ্দিন খান, সিএন মন্ডল, মো. আব্দুল হালিম, শেখ কবির আহমেদ, ডা. সালেহ উদ্দিন আহমেদ, সফিকুল ইসলাম, আখতার হাবিব ও রাশেদ রেজা চৌধুরি। অনুষ্ঠানে ১০ জন ব্লু-স্টারকে সন্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানটি ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় এসএমসি’র তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন