সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি রোধ ও নীতিমালা অনুযায়ী নির্ধারিত সমেয়র মধ্যে কাজ সম্পন্ন করার দাবি নিয়ে একমঞ্চে এসে সংবাদ সম্মেলন করলেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ’ নামের সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে জেলার জামালগঞ্জ, দিরাই, তাহিরপুর, জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানান।
এ সময় নেতারা অভিযোগ করেন, হাওরের বাঁধ নির্মাণের ক্ষেত্রে হাওরবাসী পক্ষ থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অব্যাহত আছে, যা আমাদের জন্য উদ্বেগের কারণ। যে কারণে রাজনৈতিক মত পার্থক্য ভুলে আমরা একমঞ্চে এসে অনিয়ম-দুর্নীতি বন্ধের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সমাপ্ত করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যে যাতে বাঁধের কাজ সম্পন্ন করা হয় তার জোর দাবি জানান তারা।
তাদের অভিযোগ, যে গতিতে কাজ হচ্ছে তাতে সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভাবনা খুব কম। আর এমনটা হলে ২০১৭ সালের মগহাওরের কৃষকদের ফসল আগাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে থাকবে।
সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পড়েন সংগঠনের সমন্বয়কারী ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন।
জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফেন্দীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির হোসেন, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মোর্শেদ মিয়া। আর অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
বিডি-প্রতিদিন/মাহবুব