র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক ড. বেনজির আহম্মেদ বিপিএম (বার ) বলেছেন , মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই নিশ্চিহ্ন করা হবে। তাদের স্থান এদেশে হবে না। তারা এত শক্তিশালী নয় যে তাদের ধ্বংস করা যাবে না।
তিনি বলেন, যারা মাদককারবারির সাথে জড়িত তাদের সুপথে আনার দায়িত্ব আমার, আপনার, সকলের। মাদক নির্মূল যুদ্ধে আমরা বিজয়ী হব। কারণ বাঙালি জাতি কখনও পরাজিত হয়নি। তাই বিজয়ী হতেই হবে।
তিনি আরও বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদেরকে সেভাবে এখন থেকে প্রস্তুত হতে হবে।
মঙ্গলবার সকাল ১১টায় র্যাব-১২ আয়োজনে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত মাদবিরোধী সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র্যাব -১২ এর অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মাদ খাইরুল ইসলাম পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেন্জের ডিআইজি হাফিজ আকতার বিপিএম (বার), র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল সারোয়ার, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম বার, সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শাহজাহান আলী , র্যাব -১২ বগুড়া স্পেশালাইজড ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী প্রমুখ। মাদক বিরোধী সাইকেল র্যালিটি শহরের ফুলবাড়ীস্থ আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সূত্রাপুরস্থ সেন্ট্রাল হাই স্কুল ক্যাম্পাসে শেষ হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/হিমেল