অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে দিনাজপুরের ফুলবাড়ীতে পাঁচ ব্যাবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী পৌর শহরের টিটির মোড় নামক এলাকায় এ ভোক্তা অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার অভিযোগে আশা হোটেলের সত্বাধিকারী মোহাম্মদ আলীকে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে অর্পিতা ফার্মেসীর সত্বাধিকারী খোকন মহন্তকে ২০ হাজার টাকা, একই অভিযোগে নুর ফার্মেসীর সত্বাধিকারী নুর আলমকে ৩ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ তেল রাখার অভিযোগে এসকে ব্রাদাস এর সত্বাধিকারী কামরুজ্জামানকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স প্রসাধনী রাখার অভিযোগে সুমন ষ্টোর এর সত্বাধিকারীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের কম্পিউটার অপারেটর এরশাদ আলী, উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর জগদীশ চন্দ্র মহন্ত ও ফুলবাড়ী থানা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল