ঝিনাইদহের কালীগঞ্জে সোমবার রাতে এক পুলিশ কনস্টেবলকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা করেছে। এ সময় পুলিশ কনস্টেবল নাসির ও ওই গৃহবধূকে মারপিট করে স্থানীয়রা। পুলিশ সদস্য নাসির হোসেন কালীগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। অভিযোগ পাওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে পুলিশ সদস্য নাসির কালীগঞ্জ উপজেলায় বাবরা গ্রামে যায়। গৃহবধূর স্বামী চিনি কলে চাকরি করায় রাতে বাড়িতে ছিলেন না। এ সুযোগে বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজন সন্দেহে হলে ঘরে প্রবেশ করে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এরপর তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পয়ে কালীগঞ্জ থানার ওসি তদন্তসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হয়ে তাদেরকে উদ্ধার করেন।
তবে ওই গৃহবধূ অভিযোগ করেন, বাবার বাড়ি থেকেই পুলিশ সদস্য নাসিরের সঙ্গে তার পরিচয়। তিনি আমার বাড়িতে দুই দিন এসেছেন। ঘরের দরজা খোলা অবস্থায় তাকে আমি নাস্তা করতে দিই। নাস্তা করার সময় হঠাৎ কয়েকজন ঘরের মধ্যে ঢুকে আমাদের মারপিট শুরু করেন। আমার আমার শ্বশুরবাড়ির অনেকেই আমাকে দেখতে পারে না। এ জন্য আমাকে নিয়ে এমন চক্রান্ত করছে। ওই পুলিশের সঙ্গে আমার শারীরিকভাবে কোন কিছুই হয়নি।
ঘটনাস্থলে অভিযুক্ত পুলিশ সদস্য নাসির হোসেনের দাবি, ওই মহিলা পুলিশের সোর্স হিসেবে কাজ করে। এ জন্যই মূলত আসা। এ ছাড়া তেমন কিছুই না।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নাসির নামে ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা