ময়মনসিংহের হালুয়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ সাংবাদিক আবুল ফজল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তিনি কর্মজীবনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রকার অধিকার আদায়ে তার সক্রিয় ভূমিকা ছিল। প্রয়াত সাংবাদিকের স্মৃতিচারণ শেষে মঙ্গলবার আসর নামাজের পর আকনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়।
মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌর শহরের আকনপাড়া গ্রামের মরহুম মৌলভী আব্দুল আলীর ২য় পুত্র। তার মৃত্যুতে হালুয়াঘাট প্রেসক্লাবের আহবায়ক ও পৌরসভার সভায় মেয়র খায়রুল আলম ভূঞা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে হালুয়াঘাট প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন ও উপজেলায় কর্মরত সকল সাংবাদিক কালো ব্যজ ধারণ
করেন।
বিডি-প্রতিদিন/শফিক