নেত্রকোনা মডেল থানা পুলিশের হাতে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হওয়া গণধর্ষণ মামলার আসামি শাকিল মিয়ার (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-০২ এ হাজির করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাকিল নেত্রকোনা সদর উপজেলার বুড়িঝুড়ি গ্রামের লোকমান মিয়ার ছেলে। গত সোমবার তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত (মামলার আয়ু) মো. নাজমুল হাসান জানান, গত ২৯ জানুয়ারি পৌরসভার ধারিয়া এলাকায় ১৫ বছরের এক তরুণী গণধর্ষণের শিকার হয়। পরে পুলিশ ওইদিনই নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়ে গণধর্ষণের শিকার হওয়া তরুণীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন