দিনাজপুরের হিলি-বিরামপুর সড়কে বাইসাইকেলযোগে হিলির রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জিয়ার উদ্দিন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলির বড়চড়া বিজিবি চেকপোষ্টের পার্শ্বে এই ঘটনা ঘটে।
নিহত জিয়ার উদ্দিন (৬০) বিরামপুর উপজেলার জোতবানী ইউপির জোতবানী গ্রামের কেটরা বাজার এলাকার মৃত এজার উদ্দিনের ছেলে।
হিলি রেলওয়ে জিআরপি ফাড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, মঙ্গলবার দুপুরে জিয়ার উদ্দিন নামের ওই বৃদ্ধা বাইসাইকেলযোগে বড়চড়া গ্রামের দিক থেকে রেলক্রসিং পার হয়ে হিলি-বিরামপুর সড়কের দিকে আসছিলেন। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিঁটকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল