ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সংঘর্ষে গুরুতর আহত চার পরীক্ষার্থী মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অসুস্থতা নিয়েই তারা পরীক্ষায় অংশ নেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাদের আলাদা কক্ষে পরীক্ষার ব্যবস্থা করা হয়।
আহত পরীক্ষার্থীরা হলেন- তন্নি আক্তার, সোনিয়া আক্তার, লিজা আক্তার ও আসিফ খান। কেন্দ্রে সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। আইন. বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র নির্দেশনায় আহত পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ ঊল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, অনাকাঙ্খিত ঘটনার শিকার আহত শিক্ষার্থীরা যাতে করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা অব্যাহত ছিল। গুরুতর আহত হয়েও পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কোনো প্রকার অসুস্থতাবোধ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার জন্য ২ জন ডাক্তার রাখা হয়েছে। আইনমন্ত্রী, জেলা প্রশাসক ও কুমিল্লা বোর্ড পরীক্ষা নিয়স্ত্রকের নির্দেশনা ছিল আহত শিক্ষার্থীদের যেন পরীক্ষায় অংশগ্রহণ করার ব্যবস্থা করা হয়। তিনি পরীক্ষা শুরু থেকে পরীক্ষার শেষ অবধি কেন্দ্রে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার গোপিনাথপুর কেন্দ্রে নকল সরবরাহে সহায়তা না করায় সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয় ও গোপিনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে সংঘর্ষ বাধে। এতে এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের ৪ পরিক্ষার্থী গুরুতর আহত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম