পীরক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে প্রশ্নফাঁস এবং পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা ফারাবাড়ী গ্রামের দুই শ্যালক আজিজুর রহমান (৩৮) ও তার ভাই মুন্না (৩০) এবং তাদের ভগ্নিপতি একই উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে আব্দুল খালেক (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, চলমান এসএসসি পরীক্ষা গণিত প্রশ্নপত্রের ছবি মোবাইলে তুলে তার সমাধান মসজিদ চত্বরে বসে ৮-১০ জন লোকের একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করছিল। এমন খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
পরে বালিয়াডাঙ্গী ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন, আটক তিনজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে মঙ্গলবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন