গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের পাশে ১৩তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার আসরের নামাজের পর থেকে মাহফিল অনুষ্ঠিত হবে।
তায়্যেবিয়া ফাখেরিয়া কেরামতিয়া দরবার শরীফের উদ্যোগে মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করবেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ তৈয়ব সিদ্দিকী জৈনপুরী (রহ:)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, প্রধান মেহমান হিসেবে বয়ান করবেন মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, ক্বারী মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসী জৈনপুরী।
বিডি প্রতিদিন/হিমেল