খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এম পি) পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন। মঙ্গলবার শেষ বিকালে তিনি সৈকতে বসে মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করেন। এছাড়া তিনি সৈকতের বিভিন্ন স্থান হেটে পরিদর্শন করেন।
এ সময় খাদ্য সচিব ড. নাজমানারা খানুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সিনিয়র এ এসপি মো, জহিরুল ইসলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস, কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী কুয়াকাটায় সূর্যাস্ত দেখে তিনি পটুয়াখালীর উদ্যেশ্যে রওনা হন। এর আগে তিনি কলাপাড়ার পৌর শহরের খাদ্যগুদাম পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল