ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় প্রতারক দুই ভিক্ষুককে ধরে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিয়েছেন সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কালীতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক দুই প্রতারক ভিক্ষুক হলেন- পঞ্চগড় জেলার মৃত তরিফ উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও একই এলাকার মৃত শরীফ উদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪৫)।
সদর উপজেলার কৃষকলীগের সম্পাদক পবারুল ইসলামের বরাতে সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্ধ বৃদ্ধ জাফরকে নিয়ে ওই দুই প্রতারক ভিক্ষুক মেয়ে বিয়ে দেয়ার নামে বিভিন্ন লোকজনের নিকট অর্থ আদায় করছিল। এমন সময় কৃষকলীগ নেতা পবারুল ইসলামের সন্দেহ হলে তাদের আটক করে আমাকে খবর দেয়।
ইউএনও আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্সসহ উপস্থিত হলে নিজেদের দোষের কথা স্বীকার করে দু্ই প্রতারক ভিক্ষুক। পরে অন্ধ জাফরকে তার পরিবারের নিকট তুলে দেয়ার শর্তে প্রতারক ভিক্ষুক দু'জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, আসামিদেরকে বিকালে জেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার