জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুশাসনের জন্য দুর্নীতির আসল বেগম ও সাহেবদের ধরতে হবে। ঝিকে মেরে বউকে শেখালে হবে না। মঙ্গলবার দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিনাজপুর জেলা শাখার কাউন্সিল অধিবেশনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি আরও বলেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেট ধ্বংস করতে হবে ত্রিমুখী অভিযানে। আত্মসাৎকারী, অসৎ কিছু রাজনীতিক, অসৎ ব্যবসায়ীদের নির্মুল করে সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। জঙ্গি, সন্ত্রাস ও সাম্প্রদায়ীক চক্রের সকল ফাঁক-ফকর বন্ধ করে রাজনীতির মাঠে স্থায়ী রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং লুটপাট ও বৈষম্যের অবসান করতে উন্নয়নকে টেকসই ও সমন্বিত করতে হবে। দুর্নীতি-দলবাজি-বৈষম্য হচ্ছে জাতির অভিশাপ। সুশাসন প্রতিষ্ঠায় দেশকে সংবিধানের বিধান ও নির্দেশকে কার্যকরী করার আহবান জানান তিনি।
জাসদ দিনাজপুরজেলা শাখার সভাপতি এ্যাড. লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. ইমামুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান বাবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হবিবর রহমান, মহিলা পরষদের জেলা সভাপতি কানিজ রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু ও শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহিদুল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার