নারায়ণগঞ্জ ফতুল্লার ভূইগড় এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী দুপুরে ফতুল্লার ভূইগড়ে নিজ বাড়ি থেকে জসিমউদ্দিনের (৪২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত জসিমউদ্দিন ভূইগড় উত্তরপাড়া এলাকার নিজ বাড়িতে থাকতেন। সে নোয়াখালী চাটখিল শ্রীনগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেরে।
অপরদিকে সোমবার রাতে বন্দর উপজেলার হরিবাড়ি এলাকায় একটি পুকুর থেকে আলী আজম (৫৪) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতের লাশ দাফন করা হয়েছে। আলী আজম বন্দর উপজেলার হরিবাড়ি এলাকার মৃত হাসমত আলী ডাক্তারের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ও এসআই মোবারক হোসেন জানান, যুবক জসিমউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। যুবকের মৃত্যু রহস্যজনক। কয়েকদিন আগেই যুবকটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে প্রকৃত কারণ জানা যাবে।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার জানান, উপজেলার হড়িবাড়ি এলাকার একটি পুকুর থেকে আলী আজম নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার