চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজিতপুর এলাকা ও নাচোল থানাধীন ইসলামপুর রাইস মিলপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার দিবাগত রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন মাদক ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলাম (১৮) ও মো. বাবলু (৩০)।
র্যাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ব্রিজের পশ্চিম পাশে কানসাট-খাসেরহাট রাস্তার বাজিতপুর এলাকায় অভিযান চালায়। এসময় ৭০ বোতল ফেনসিডিল, মোবাইলসেট-১টি, সিমকার্ড-১টিসহ মাদক ব্যবসায়ী মো. রিয়াজুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। জেলার নাচোল থানার ইসলামপুর রাইস মিলপাড়া পাকা রাস্তার পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৪৫ পিস ইয়াবা, মোবাইল সেট-১টি, সিমকার্ড-১টি এবং নগদ-২১০০/-টাকাসহ মাদক ব্যাবসায়ী মো. বাবলুকে হাতেনাতে আটক করা হয়। পৃথক ঘটনায় পৃথক পৃথক থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক