জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের নেয়া ৬৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জে। জেলার মিড লেভেল ডক্টরস ফোরাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর আয়োজন করে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অস্থায়ী মুজিব মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. মো. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএম’র সভাপতি এবং ডায়াবেটিক হাসপাতালের পরিচালক দূররুল হোদা, অধ্যক্ষ মো. আতিকুর রহমান, জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা, স্বাচিপ এর সাধারণ সম্পাদক ও বিএম’র সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদুল ইসলাম মুনসহ অন্যান্যরা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান (পিপিএম) ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। অনুষ্ঠানে স্বরবর্ণ শিল্পীগোষ্ঠী ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে।
বিডি-প্রতিদিন/শফিক