নোয়াখালীতে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের হল রুমে বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন, নোয়াখালী সরকারী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন পাটোয়ারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার প্রমুখ।
বক্তারা বৈদেশিক কর্মসংস্থানের লক্ষে সঠিক প্রশিক্ষণ ও সচেতনা বৃদ্ধির জন্য আহ্বান জানান এবং বিদেশ নেওয়ার নামে যেন কেউ প্রতারিত না হয় সে দিকে খেয়াল রাখার জন্য কর্মকর্তাদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল