নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ২৪তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। আজ শুক্রবার সকালে বসন্ত বন্ধনা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে সাহিত্য সমাজ আয়োজিত এ উৎসবের শুভ সূচনা হয়। এর আগে বকুল তলায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন কবি ও ধীমান হাবিবুর রহমান আহমেদ।
উৎসবের প্রথম দিনে বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার পাবলিক লাইব্রেরীর বকুল তলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। তরুনীরা বাসন্তী রঙের শাড়ী আর তরুনরা হলুদ লাল রঙের পাঞ্জাবী পড়ে নেচে গেয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় উৎসবস্থলে ফিরে আসে।
উৎসবের দ্বিতীয় পর্বে কবি আড্ডা এবং বিকালে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ও মুজিববর্ষ উদযাপন পর্ষদের সদস্য সচিব কবি আবু নাসের কামাল চৌধুরী ওরফে কামাল চৌধুরীকে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ