ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পল্লব কুমার চক্রবর্তী।
জেলার ২২টি সরকারি দফতরের কর্মচারীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ৪ জানুয়ারি। ওইদিন সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩টি পদের প্রার্থী নির্বাচন হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি মোছাম্মৎ নিলুফার ইয়াছমিন, মনির হোসেন, মারুফুর রহমান, আশরাফ আহমেদ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, লোকমান হোসেন, বখতিয়ার আহমেদ খান, আব্দুল লতিফ, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরণ খান ও কাজী হাফিজুল ইসলাম নাছু, সহ-সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আশেক, জামাল উদ্দিন, জাকির আহমেদ খান, শাহাদাৎ হোসেন, মনোরঞ্জন শুক্লদাস, মোহাম্মদ পারভেজ, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন, মোরছালিন সরকার, অর্থ সম্পাদক জাকির হোসেন, দফতর সম্পাদক পাপ্পু দাস, প্রচার সম্পাদক জহির মিয়া, ক্রীড়া ও সাংঙ্কৃতিক সম্পাদক রুবেল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোস্তফা দোলোয়ার, সমাজ কল্যাণ সম্পাদক সোহরাব হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবিএম সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক আশরিফা হক মৃধা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামছুন্নাহার বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, আপ্যায়ন সম্পাদক দিদারুল ইসলাম, উপজেলা বিষয়ক সম্পাদক মাসুক মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, কার্যকরী সদস্য কুতুব উদ্দিন আহমেদ, নাজমুল হক ভূইয়া, নাজির আহমেদ, হেলাল উদ্দিন, রুমেল খান, শাহজাহান আহমেদ শাকিল, তফসিরুল ইসলাম, ইলিয়াছ জাভেদ, শাহীন মিয়া, আবুল খায়ের, মুশফিকুর রহমান, রূপময় বড়ুয়া, হাবিব খাঁ।
বিডি প্রতিদিন/কালাম