ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামে শুক্রবার বিকেলে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চালিনগর গ্রামের কাওসার সিকদারের নাবালিকা মেয়ের বিয়ে ঠিক ছিল একই উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভিমপুর গ্রামের এনায়েত হোসেনের ছেলে মো. আল আমিনের (২৫) সাথে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে আদালত বসিয়ে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ সালের ৮ ধারায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা দেন কনের বাবা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        