ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানতে সক্ষম হয়নি হাইওয়ে পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জানান, ওই ব্যক্তি মহাসড়ক দিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে প্রথমে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক