দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে।
রবিবার বিকেলে শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনী কম্পিউটার ইনস্টিউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ মোট তিনটি প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেয়।
এরআগে সকালে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারসহ পাঠদান কার্যক্রম পূণরায় চালুর দাবিতে ক্যাম্পাসে ভিতরে অবস্থান ধর্মঘট করে শিক্ষার্থীরা। এসময় তারা ক্লাস চালুর দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। শিক্ষার্থীরা জানান গত এক বছর ধরে শিক্ষকরা ২য় শিফটের কর্মবিরতি করছে। এ কর্মবিরতির ফলে শিক্ষার্থীরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন