নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহনের জমিদাতাদের মাঝে তৃতীয় কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় তৃতীয় কিস্তিতে মোট ৯৭ জনের মাঝে ১৮ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৮৫৬ টাকার চেক বিতরণ করা হয়।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) অস্থায়ী ক্যাম্পাস রাজুর বাজার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিস) হল রুমে জেলা প্রশাসক মঈনউল ইসলাম ভূমিদাতাদের মাঝে নিজে এ চেক বিতরণ করেন। এসময় টিটিসির প্রিন্সিপাল পিযুষ কান্তি সরকার, এডিসি (রাজস্ব) দেওয়ান তাজুল ইসলাম, সদর এইএনও মাসুদা আক্তার, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও পার্শ্ববর্তী মেদনী ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান উপস্থিত ছিলেন। তবে শেহাবির কোন দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। এর আগে ১৩৮ জনের মাঝে মোট ৩৩ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৫৯৯ টাকার চেক হস্তান্তর করা হয়ছে।
সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ৫ টি মৌজার কান্দুরিয়া, গোবিন্দপুর, রায়দুমরুহি, রামপুর ও সহিলপুরের ১৮২৪ জনের কাছ থেকে ৪৯৮.৪৫ একর জমির ক্রয় করা হয়েছে। সর্বমোট প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে ৩০৬ কোটি ৯৯ লাখ ১,৫৫৩ টাকা। পর্যায়ক্রমে যাচাই বাছাই শেষে প্রত্যেকের নিকট চেক হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন