১৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৫৫

নেত্রকোনায় কিডনি পাচারকারী চক্রের এক সদস্য আটক

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনায় কিডনি পাচারকারী চক্রের এক সদস্য আটক

নেত্রকোনায় কিডনি পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার দুপুরে জেলার পূর্বধলা উপজেলার হিরনপুরের বাঘরা এলাকা থেকে নাজিম উদ্দীন (৩৮) নামের ঐ ব্যক্তিকে আটকের পর কোর্টে সোপর্দ করা হয়। 

নাজিম উদ্দীন পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চানখলা গ্রামের উমেদ আলীর ছেলে, তিনি ঢাকায় সোয়েটার কোম্পানিতে চাকরি করতেন। 

নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি ডিবি) শাহনুর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত কিডনি পাচারকারী নাজিম উদ্দীন দীর্ঘদিন এলাকায় দরিদ্র ঋণগ্রস্থ মানুষদের কিডনি বিক্রিতে উৎসাহিত করত। এভাবে নিজের স্ত্রীসহ অনেকের কিডনি ঢাকার আশরাফ নামে এক লোকের মাধ্যমে বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি দল পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে বিকালে তাকে কোর্টে সোপর্দ করা হয়। এর সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় ওসি শাহনুর-এ আলম।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর