১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১৮

জনকল্যাণে দেড় বিঘা জমি দান করলেন সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক

জনকল্যাণে দেড় বিঘা জমি দান করলেন সাবেক আইজিপি

নওঁগা শহরের প্রাণকেন্দ্রে অভিজাত এলাকায় দেড় বিঘা জমি দান করলেন সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দীন আহমেদ এবং তার পত্নী বেগম মনোয়ারা তৈয়ব। 

নওগাঁ জেলা পুলিশের কাছে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এই জমির ওপর নির্মাণ করা হবে জেলা পর্যায়ে দেশের দ্বিতীয় ভিকটিম সাপোর্ট সেন্টার। যেখান অসহায় শিশু, কিশোর, কিংবা নির্যাতিত নারীরা স্বল্প সময়ের জন্য আশ্রয় নিতে পারবেন। এছাড়াও জনকল্যাণমূলক কাজেও ব্যবহার করা হবে এই জমি। 

জমির বাজার মূল্য কয়েক কোটি টাকা হলেও তা দান করার পেছনে মহৎ উদ্দেশ্যে আছে বলে জানিয়েছেন সাবেক আইজিপি তৈয়ব উদ্দিন আহমেদ। 

তিনি মনে করেন, পুলিশ অবসরের পরেও যে জনহিতকর কাজে সম্পৃক্ত হতে পারে এটি তার একটি উদাহরণ। নওগাঁর সন্তান তৈয়ব উদ্দিন আহমেদ ১৯৬১ সালে পুলিশে পিএসপি কর্মকর্তা হিসেবে যোগ দেন। চাকরি জীবনে দুইবার আইজিপি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি অবসরে যান। তার এই কাজে আনন্দিত এলাকাবাসি।   

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর