সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ সোমবার সকালে সেন্টমার্টিনের পশ্চিম সৈকতের পাশে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দুইটি উদ্ধার করা হয়। যার ফলে এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হলো।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক জানান, পশ্চিম সৈকতের পানিতে ভাসতে দেখে দুইটি মধ্যবয়সী পুরুষের মরদেহ উদ্ধার করে সেন্টমার্টিনের জেটিতে আনা হয়েছে। তবে ওই দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রসংঙ্গত, টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়াঘাট থেকে মালয়েশিয়া যাওয়ার সময় গত মঙ্গলবার সকালে ১৩৮ জন রোহিঙ্গাবাহী ট্রলারটি ডুবে যায়। ওই ঘটনায় পৃথকভাবে ১৪ নারী, ৪ পুরুষ ও ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ