ঘন কুয়াশা আর জননিরাপত্তার জন্য সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ রাখে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।
ঢাকামুখী যানবাহনের চাপ বেশি না থাকলেও উত্তরবঙ্গগামী যানবাহনের ছিল প্রচুর। এর ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে হাটিকুমরুল পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
এদিকে, যানজটে আটকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মালবাহী ও যাত্রীবাহী বাসের লোকজন।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, ঘন কুয়াশা আর জননিরাপত্তার জন্য সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯ পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ রাখা হয়। এ কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়। তবে ঢাকামুখী যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। এছাড়া সড়ক দুর্ঘটনা বা অন্য কারণে এ যানজট সৃষ্টি হয়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার সকাল ১০টায় জানান, ৯টার পর থেকে টোল আদায় কার্যক্রম শুরু হলেও মহাসড়কে যানজট আছে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তবে কিছুক্ষণ পর মহাসড়ক স্বাভাবিক হবে।
বিডি প্রতিদিন/কালাম