হঠাৎ দেখবেন হাতে একটি সাপ নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে গেছে একজন নারী। সাপটি হাতে নিয়েই তিনি আপনার কাছে দাবি করবেন টাকা। না দিলে এই সাপটিকে আপনার দিকে উঁচু করে তাক করবেন। এই সময় ভয়ে আপনি বাধ্য হয়ে ১০ কিংবা ২০ টাকা হাতে ধরিয়ে দেবেন।
এভাবে অভিনব কৌশলে সাপের ভয় দেখিয়ে রাস্তায় চাঁদাবাজি করছেন এক নারী।
নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা এলাকায় এমন একটি ঘটনার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন জামিল হোসেন নামে এক ফেসবুক ব্যবহারকারী।
ঘটনার সত্যতা জানতে জামিল হোসেনের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করা হয়। এসময় তিনি জানান, আমি ওই নারীকে স্বচক্ষে দেখেছি সাপের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে।
ফতুল্লা এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী সাধারণ মানুষের সঙ্গে আলাপ করে জানা যায়, এভাবে প্রায় সময়ই সাপের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে।
জামিল হোসেন নামে ছবি আপলোড করা ওই ফেসবুক ব্যবহারকারীর দাবি, যত দ্রুত সম্ভব ওই নারীর কাছ থেকে বিষধর সাপটি নিয়ে বন বিভাগের কাছে আইনের মাধ্যমে হস্তান্তর করা হোক।
বিডি প্রতিদিন/কালাম