কক্সবাজারের টেকনাফে সম্মিলিত বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ৭ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারি ঘাট এলাকা থেকে উদ্ধার করা এ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে নেতৃত্বে দেন টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
তিনি বলেন, অবৈধভাবে সাগরে মৎস্য আহরণের অভিযোগে ৭ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের উপ-পরিদর্শক মিরাজসহ অন্যান্য কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন