কুষ্টিয়ার মিরপুরে অবৈধ একটি সার ও কীটনাশক কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালাসহ অর্থদ করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার ধুবাইল ইউনিয়নের লক্ষিধরদিয়া এলাকার রবেলা মোড়ে পরিচালিত এ ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান। ও উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উক্ত এলাকায় অনুমোদনহীন একটি সার কারখানায় নকল সার তৈরী করা হচ্ছে। আমরা সেখানে অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়নের লক্ষিধরদিয়া এলাকার রবেলা মোড়ে একটি গোডাউন ভাড়া নিয়ে ভেজাল দস্তা ও দানাদার কীটনাশক অবৈধভাবে তৈরী করছিলো। এসময় তার সার তৈরীর কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার