একই বাড়ির ৮ জন অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর আগে মঙ্গলবার ওই বাড়িতেই মানিক (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ কারণে আগত রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে চিকিৎসকদের দাবি, রোগীদের পাতলা পায়খানা আর বমি দেখা যাচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
পাথরঘাটা হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের টেংরা গ্রামের একই বাড়ির ৮ জন অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সকলেই নিহত মানিকের স্বজন। ভর্তিকৃতরা হলেন, মানিকের ছেলে সাইফুল ইসলাম (৯), ছোট বোন মিনারা বেগম (৩০), ভাতিজি পারভিন (২২), ভাতিজি সাহরিন (১১) ভাতিজা জারিফ (৬) ভাতিজি জান্নাত ( ৯) ইমা (১১) এবং চাচাতো বোন নাসরিন (৩০)।
মৃত মানিকের মামা বলেন, মানিক হঠাৎ কয়েক বার বমি করে আর দুই বার পায়খানায় যায়। দুর্বল হয়ে কয়েক ঘণ্টা পর মারা যায়।
আবাসিক মেডিকেল অফিসার সাইদুল আরেফিন মজুমদার জানান, যারা হাসপাতালে এসেছেন তারা সকলেই জ্বর, বমি, পাতলা পায়খানার আক্রান্ত। গতকাল একই বাড়ির মানিক একই সিমটম নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে কিছুক্ষণ পরে মারা গেছেন।
ভর্তি রোগীদের মধ্যে মিনারা, সাবরিনা ও ইমা গুরুতর বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ। তিনি জানান, একই বাড়ির ৮ জন অসুস্থ ও একজনের মৃত্যুর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরীক্ষা ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার