২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:০৬

কুষ্টিয়ার ভেড়ামারায় তিন দিনব্যাপী বই মেলা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় তিন দিনব্যাপী বই মেলা শুরু

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় তিনদিনব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভেড়ামারার শহীদ মিনার চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বই মেলার স্টল গুলোতে বই কিনতে ভিড় জমিয়েছেন।

এ বই মেলায় ১৫টি স্টল দেয়া হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর