২২ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪৫

ফরিদপুরে শতভাগ ক্লিন কুকিং বিষয়ক সেমিনার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে শতভাগ ক্লিন কুকিং বিষয়ক সেমিনার

২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয় শীর্ষক সেমিনার ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা হল রুমে সকাল ১১ টায় সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন।

মডারেটর ছিলেন যুগ্ম সচিব এবং প্রকল্প পরিচালক সালিমা জাহান ও উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন প্রমুখ। হার্ড সহল্ড এনার্জি প্ল্যাটফরম প্রোগ্রাম ইন বাংলাদেশ, স্প্রেডো, বিদ্যুৎ বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর