নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় আল মোমিন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির বাবাসহ আহত হয়েছেন আরও একজন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কের বগুলাগাড়ি ব্রিজের পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মোমিন বগুলাগাড়ি বারোঘরিয়া পাড়ার আশরাফুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকশা যোগে বাড়ি থেকে তিনজন মিলে রাজারহাটে যাচ্ছিল তারা। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রলি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এ সময় আহত হন শিশুটির বাবা আশরাফুল হক ও অটো চালক আলমগীর হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন