২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:২২

চরফ্যাশনে শিশু ও নারীদের উন্নয়নে শিশুমেলা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশনে শিশু ও নারীদের উন্নয়নে শিশুমেলা

ভোলার চরফ্যাশনে শিশু ও নারীদের উন্নয়নে শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুরা এই মেলায় অংশগ্রহণ করে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ ও জেলা তথ্য অফিসের আয়োজনে পরিষদ চত্বর থেকে শিশু শিক্ষার্থী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্ততরের কর্মকর্তারা র‍্যালিতে অংশগ্রহণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, জেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান, জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম মল্লিক, কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্য আলোচকবৃন্দ বক্তৃতা করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন বলেন, বর্তমান সরকারের আমলে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের সম-অধিকার বাস্তবায়ন হচ্ছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা কমানোর লক্ষ্যে রাজনৈতিক সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে সকলকে আরও সচেতন হতে হবে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, প্রগতিশীল, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজে শিশু ও নারীর অধিকার যেন ঝুুঁকিতে না পড়ে সেই লক্ষ্যে সবাই সচেতন হতে হবে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর